সুনামগঞ্জ প্রতিনিধি : ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর পরিচালক নুরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি ,এন এস আই অতিরিক্ত পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয়েছে, সুনামগঞ্জ শহরের হোটেল রেস্টুরেন্ট, বেকারী সহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার, কর্মচারী, বাবুর্চি , হোটেল বয় সহ সবাই কে নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে তাদের সচেতন করা। পরে অন্যান্য সেক্টরের সংশ্লিষ্টদের নিয়েও পর্যায় ক্রমে এ ধরনের কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।