Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশসীমান্তে উত্তেজনার বিষয়ে বাংলাদেশ সতর্ক আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে উত্তেজনার বিষয়ে বাংলাদেশ সতর্ক আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনার বিষয়ে দেশ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ট্রেনিং সেন্টার বায়তুল ইজ্জতে, ৯৮তম রিক্রুট ব্যাচের ছয় মাসের প্রশিক্ষণ শেষে শপথগ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে এখনও বন্ধ হয়নি মাদকসহ চোরাচালান। এটি রোধে নবীনদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের আঁচ বাংলাদেশ সীমান্তে পড়তে দেবে না বিজিবি।

চট্টগ্রামের সাতকানিয়া ও চুয়াডাঙ্গা বিজিবি ট্রেনিং সেন্টারে একযোগে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ৪৬ জন নারীসহ মোট ৮ শ’ ৪৯ জন নবীন সৈনিক হিসেবে এই ব্যাচে বিজিবিতে যোগদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments