ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজোনাসে যানবাহন যাতায়াতের সময় একটি সেতু ভেঙে পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।
এতে নিখোঁজ রয়েছে আরও প্রায় ১৫ জন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আমাজোনাস ফায়ার ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে যে, প্রাদেশিক রাজধানী মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহর কেরিরোর বিআর-৩১৯ হাইওয়েতে কংক্রিটের সেতুটি ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ছবিতে দেখা গেছে, ব্রিজের কেন্দ্রীয় অংশ পানিতে পড়ে আছে, একটি সাদা ট্রাকসহ কিছু যানবাহন নদীতে তলিয়ে গেছে।
স্থানীয় মিডিয়া আউটলেট জি১ একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেছে যে সেতুটিতে একটি ফাটল দেখা যায়। এর কারণে ধসের আগে যানজটের সৃষ্টি হয়েছিল।
তথ্যসূত্র: আল-জাজিরা
বাংলাপেইজ/এএসএম