দুসংবাদ যেন পিছুই ছাড়ছে না পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহর। বেশ বাজে সময় পার করছেন তিনি।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জ্বর কমায় হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন।
তবে এবার আরেকটি দুঃসংবাদ পেতে হলো এই পাকিস্তানি পেসারকে।
করোনা পজিটিভ ধরা পড়েছে নাসিম শাহর। যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়লেন এই পেসার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পিসিবি জানায়, নাসিম শাহ শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছে। নিউমোনিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই পেসার।
তবে করোনা পজিটিভ ধরা পড়েছে এই ক্রিকেটারের। এই মুহূর্তে নাসিম টিম হোটেলে ফিরেছে। তবে কোভিড প্রোটোকলের আওতায় আছেন এই ক্রিকেটার।
ইংল্যান্ড সিরিজ শেষে আগামী সোমবার (৩ অক্টোবর) নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাবর আজমরা। যেখানে তারা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে দলের সঙ্গে নাসিম উড়াল দেবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি পিসিবি।