Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশআফ্রিকায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

জাতিসংঘের মিশনে কার্যক্রমে পরিচালনাকালে তিন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এটি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে হয়েছে। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন,সৈনিক জাহাংগীর আলম এবং সৈনিক শরিফ হোসেন।

মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজভ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের শিকার হয়। এতে তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং একজন আহত হন।

নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রাম : কাটিজা, থানা : বিজয়নগর, জেলা : ব্রাহ্মণবাড়িয়া)

সৈনিক জাহাংগীর আলম (বয়স : ২৬, গ্রাম : দক্ষিণ টিট পাড়া, থানা : ডিমলা, জেলা : নিলফামারী)

সৈনিক শরিফ হোসেন (বয়স : ২৬, গ্রাম : বাড়াক রুয়া, থানা : বেলকুচি, জেলা : সিরাজগঞ্জ)। এ ঘটনায় টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন করা বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) ২০২১ সালের ৯ নভেম্বর থেকে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে।

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments