Tuesday, November 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাক্রিকেটের পর পথশিশুদের ফুটবল বিশ্বকাপ

ক্রিকেটের পর পথশিশুদের ফুটবল বিশ্বকাপ

পথশিশুদের ফুটবল বিশ্বকাপ অংশগ্রহণ করছে বাংলাদেশ। ভাগ্যবঞ্চিত এমন ১০ জন পথশিশু যাচ্ছে কাতার বিশ্বকাপে। সেখানে তারা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পেরা খেলোয়াড়দের দেখার সুযোগ পাবে।

আসর উপলক্ষে প্রায় ১০ মাস বসিলা মাঠে অনুশীলন করায় বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ নারী দল।

কাতারের আর রাইয়ান এডুকেশন সিটি স্টেডিয়ামে অংশ নেবে ২৪ দেশের ২৮টি দল। সেখানেই বাংলাদেশের হয়ে খেলবেন জেসমিন আক্তার (অধিনায়ক), ইতি আক্তার, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা আক্তার, হামিদা আক্তার, সাথী আক্তার, আফরিন খাতুন, মীম আক্তার, ফাইরুজ আবিদা ও তানিয়া আক্তার।

৮-১৫ অক্টোবর হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ৬ অক্টোবর। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক জেসমিন আক্তার জানালেন, ‘২০১৯ সালে ইংল্যান্ডে পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আমরাও কাতারে এমন কিছুই করতে চাই। ’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments