Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাটি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি কর্নওয়ালের

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি কর্নওয়ালের

ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার রাকিম কর্নওয়ালের ছিলেন একজন স্পিনার। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতারে এই ক্রিকেটারকে যায়। মূলত স্পিনার হলেও ব্যাট হাতে মাঠে নামার সুযোগ তিনি কম পান। সুযোগ পেয়ে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। গতকাল বুধবার নিজের করা সেই মন্তব্যের প্রমাণ ব্যাট হাতে দিলেন ২২ ছক্কা হাঁকিয়ে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কর্নওয়াল।

গতকাল নিজের দল আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। এদিন কর্নওয়াল ছক্কা হাঁকিয়েছেন ২২টি, চার মেরেছেন ১৭টি। বড় দেহের এই ব্যাটার ব্যাট করেছেন ২৬৬ স্ট্রাইক রেটে।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের সুবোধ ভাটি। চলতি বছরে দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেন অপরাজিত ২০৫ রান। ১৭টি ছক্কার পাশাপাশি ১৭ টি চার মারেন সুবোধ। সুবোধের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments