থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি চালানো সাবেক পুলিশ কর্মকর্তা পানিয়া খামরাব ইয়াবা আত্মহত্যা করেছে।
জানা যায়, হামলার পর ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান এবং আত্মহত্যা করেছেন। এছাড়া ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে তার স্ত্রী ও সন্তান রয়েছে। সাবেক ওই পুলিশ পাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বৃহস্পতিবার থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানায়।
পুলিশ জানায়, থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে বন্দুক হামলা চালায় পুলিশ বিভাগ থেকে বরখাস্ত হওয়া কর্পোরাল পানিয়া খামরাব। গুলিতে এখনও পর্যন্ত ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে খামরাবের স্ত্রী ও সন্তান রয়েছে বলেও জানায় পুলিশ। হামলার পরপর সে তার গাড়িতে করে পালিয়ে যায়। পরে সে তার বন্দুক দিয়ে আত্মহত্যা করে।
থাই পুলিশ আরও জানায়, পানিয়ার কাছ থেকে গত জানুয়ারিতে ইয়াবা উদ্ধার করা হয়েছিল। তদন্তকালে সে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কী কারণে সে ডে কেয়ার সেন্টারে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।