নিত্যদিনের ভোজ্যতেলের ভ্যাটের হার মওকুফ সুবিধা আরও তিনমাস বাড়ানো হয়েছে। এর ফলে আমদানি, উৎপাদন এবং ব্যবসায়ীরা এই সুবিধা ভোগ করতে পারবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ‘পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে ভ্যাট হার মওকুফ সুবিধার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ অক্টোবর থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এনবিআর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
বাংলাপেইজ/এএসএম