আচরণবিধি না মানলে সারাদেশে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইসির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
জাতীয় সংসদের স্পিকার ও সচিবদের কাছেও চিঠি পাঠাবে বলে জানান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, সরকারি দল হিসেবে ক্ষমতাসীন দলের নেতা, এমপি, মন্ত্রীরা আইন মানতে বাধ্য। তাই এলাকায় আচরণবিধি লঙ্ঘন না করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বানও জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধার নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।