Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাকাতারই মেসির শেষ বিশ্বকাপ

কাতারই মেসির শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বলেই দিলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে, এটা নিশ্চিত। এই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি।’ তবে আর্জেন্টিনার জার্সিকে কবে বিদায় বলবেন এটা অবশ্য বলেননি তিনি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ইতালিয়ান জানালিষ্ট ফ্যাব্রিজিও রোমানো।

টুইটর্বাতায় তিনি লিখেছেন, ‘লিও মেসি ঘোষণা করেছেন: “এটাই হবে আমার শেষ বিশ্বকাপ — নিশ্চিতভাবেই। সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। সম্প্রতি স্বদেশি সাংবাদিক সেবাস্তিয়ান ভিনইয়োলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি এ কথা বলেছেন।’

রোমানো আরও জানান, তবে মেসি পিএসজিতে থাকছেন। বার্সায় যাওয়ার প্রসঙ্গে এখনও তিনি ভাবছেন না। সেটি ২০২৩ সালের পর সিদ্ধান্ত নেবেন।

সর্বশেষ কয়েকটা ম্যাচে ক্লাব ফুটবলে মেসির ফর্মটা ছিল দুর্দান্ত। গোল করছেন, করাচ্ছেন। শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। সব মিলিয়ে তার দলের হার নেই ৩৫ ম্যাচ ধরে। সবশেষ হারটার পর কেটে গেছে আরও ৩ বছর।

এদিকে গত বছর ২০২১ সালে তার অধিনায়কে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফলে দীর্ঘ ২৮ বছরের শিরোপার খরা কাটে আলবিসেলেস্তেদের।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments