গ্রুপ পর্বে রিয়াল সোসিয়েদাদের কাছে পরাজয়। এইপর পরই ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে খেলা নিয়ে বেশ সংশয় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু পরের দুই ম্যাচে টানা জয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা ধরে ম্যানইউ।
বৃহস্পতিবার রাতে বড় ধরনের হোঁচট খেতে গিয়েছিল তারা। সাইপ্রাসের অখ্যাত দল ওমানিয়া নিকোশিয়ার মাঠে গিয়ে পয়েন্ট হারিয়ে আসতে বসেছিল তারা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো-এরিক টেন হাগের দল।
ম্যানইউকে বাঁচিয়ে দিয়েছেন মূলতঃ পরিবর্তিত ফুটবলার মার্কাস রাশফোর্ড। জেডন সানচোর পরিবর্তে দ্বিতীয়ার্ধে রাশফোর্ডকে মাঠে নামান কোচ। মাঠে নেমেই করলেন বাজিমাত। করলেন জোড়া গোল। ম্যানইউর হয়ে বাকি গোলটি করলেন অ্যান্থোনি মার্শাল।
প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। ম্যাচের ৩৪তম মিনেটে ম্যানইউর জাল কাঁপিয়ে দেন করিম আনসারিফার্ড। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ এবং নিকোশিয়া।
বাংলাপেইজ/এএসএম