সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও সরকারি ছুটিতে গ্রামের বাড়িতে আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
রাজধানীতে ফিরতে যাত্রীর চাপ থাকলেও দূরপাল্লার বাসে রাস্তায় যানজটে পড়তে হয়নি বলে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে। স্বস্তি নিয়েই ফিরছেন তারা।
রোববার (৯ অক্টোবর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে পরিবহনের সংখ্যাও। বাড়তে পারে যাত্রীর চাপও।
এসব এলাকা ঘুরে দেখা যায়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, যশোরসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা বাস সময়মতো এসে পৌঁছেছে ঢাকায়। এছাড়াও সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাস নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পেরেছে বলেও জানা গেছে।
বাংলাপেইজ/এএসএম