উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুম ঘিরে মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা।
আর সরকারি নির্দেশনা কার্যকর করতে বিভাগীয়, জেলা, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের সমন্বয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌ-পুলিশ ও র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করছে।
বিশেষ করে সাগর থেকে নদ-নদীতে ডিম ছাড়তে আসা ইলিশের যাতায়াতের পথ নিরাপদ রাখতে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে অভিযানগুলো জোরদার করা হয়েছে। আর ইলিশ সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিন ধরে কঠোর অভিযান অব্যাহত রাখার কথা বলছে প্রশাসন।
ফলে এবার বিগত সময়ের চেয়ে নদ-নদীতে বেশি পরিমাণে ইলিশ ডিম ছাড়তে পারবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
বাংলাপেইজ/এএসএম