বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ পাউরুটি সযত্নে সংরক্ষণ করা হচ্ছিল ফ্রিজে। সেটাও দুই এক দিনের জন্য নয়। এটা ২৩ দিন আগের।
মঙ্গলবার (১১ অক্টোবর) অভিযানে গিয়ে ওই পাউরুটি জব্দ করার পর ধ্বংস করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ওই পাউরুটি দিয়েই ফাস্টফুড খাবার- বার্গার ও স্যান্ডুইচ হিসেবে তৈরি এবং বিক্রি করা হতো সাধারণ ভোক্তাদের কাছে।
তাই ফ্রিজের ভেতর মেয়াদোত্তীর্ণ পাউরুটি সংরক্ষণ করে রাখায় এক রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়।
একই সঙ্গে রঙের মোড়কে থাকা দাম মুছে বেশি দামে বিক্রির এক হার্ডওয়ার দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই অভিযানে।
বাংলাপেইজ/এএসএম