Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঅনিয়ম ও কর্মকর্তাদের ব্যর্থতায় গাইবান্ধার নির্বাচন বন্ধ

অনিয়ম ও কর্মকর্তাদের ব্যর্থতায় গাইবান্ধার নির্বাচন বন্ধ

গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে সব ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ হিসাবে তারা ব্যাপক অনিয়ম এবং কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার উল্লেখ্য করেছেন। এজন্য পরবর্তী কার্যক্রম নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

বুধবার (১২ অক্টোবর) সকাল থেকেই সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি এতে গোপন কক্ষে অবৈধ ব্যক্তির অনুপ্রবেশ, কারচুপি স্বচক্ষে দেখতে পাওয়ায় একে একে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করেন তারা।

এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা নিজে একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করেন।

ভোটের অর্ধেক বেলায় মোট ৫১টি কেন্দ্র বন্ধ করা হয়। অবশেষে আড়াইটার দিকে পুরো নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দেয় ইসি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments