নেপালের পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে উত্তরপশ্চিমের কারনালি প্রদেশে প্রবল বৃষ্টিপাতের পর দেখা দেওয়া বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখান থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তুষারধস ও বন্যায় কয়েকশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও প্রদেশটিতে অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন।
টানা বৃষ্টির মধ্যে পার্বত্য এলাকায় পৌঁছাতে বিভিন্ন বাধার মুখে পড়েছেন উদ্ধারকারীরা।
বাংলাপেইজ/এএসএম