তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা হবে।
বৃহস্পতিবার কাজাখস্তানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হয়েছে এশীয় এবং ইউরেশীয় দেশগুলোর জোট কনফারেন্স অন ইন্টার্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) সম্মেলন।
বৃহস্পতিবার শুরু হয়েছে এই সম্মেলন এবং এতে যোগ দিতে এই দিনই মস্কো থেকে আস্তানায় পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন। সিআইসিএর অন্যতম সদস্যরাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট ও পুতিনের বিশ্বস্ত মিত্র বলে পরিচিত এরদোয়ানও তখন সেখানে ছিলেন।
বাংলাপেইজ/এএসএম