পরিবারের পরিচয় ছাড়াই সরকারের ছোটমণি নিবাসে বড়তিন শিশু। পরে প্রাপ্ত বয়স্ক হয়েছেন তারা- মর্জিনা আক্তার (২৩), মুক্তা আক্তার (২০) ও তানিয়া আক্তার ( ২০)। পরিবার ছাড়া বেড়ে ওঠা এ তিন তরুণীর জাঁকজমকপূর্ণ বিয়ে দিয়েছে সরকার।
এ বিয়েতে চট্টগ্রামের ঐতিহ্য অনুসারে ধরা হয় গেট। আয়োজন করা হয়েছে কয়েকশ মানুষের খাবারের। বুধবার নগরীর রউফাবাদ সমাজসেবা কার্যালয়ের কমপ্লেক্সে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিলি করা হয় রঙিন আমন্ত্রণপত্র।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৯টায় চট্টগ্রামের অফিসার্স ক্লাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে তিন কন্যার জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী, রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ। তিন বরের পক্ষ থেকে এসেছিলেন আরও ১০০ বরযাত্রী।
বাংলাপেইজ/এএসএম