মালদ্বীপের ঘরোয়া ফুটবলে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। টানা দুই ম্যাচে গোল পেয়েছে তিনি। তবে সর্বশেষ ম্যাচে রীতিমত চমক সৃষ্টি করেছে লাল-সবুজের এই ফরোয়ার্ড। ক্লাব এমওয়াইএসে বিপক্ষে একাই করেছেন ১১ গোল।
পাশাপাশি বাংলাদেশের আরেক নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া করেছেন ৬ গোল।
শুক্রবার ক্লাব এমওয়াইএসকে ২৬-০ গোলে হারিয়েছে সাবিনার ক্লাব ধিবেহি সিফাইং। দলে হয়ে সাবিনা খাতুন করেন ১১ গোল ও সুমাইয়া করেন ৬ গোল। এই গোলে টানা দ্বিতীয় জয় পায় তার দল ধিবেহি সিফাইং। প্রথম ম্যাচে সাবিনা-সুমাইয়ারা ফেনেকাকে হারিয়েছিল ৪-০ গোলে। সে ম্যাচেও একটি গোল করেছিলেন সাবিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ধিবেহি সিফাইং।
ওই ম্যাচে ১১ গোল করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরষ্কার হতে উঠেছে সাবিনার। তবে এই ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়।
আগামী ১৭ অক্টোবর এমপিএল এর বিপক্ষে মাঠে নামবে সাবিনারা।
উল্লেখ্য, সদ্যশেষ হওয়া সাফে দারুণ করেছিল বাংলাদেশের এই দলপতি। সাফে তিনি করেছিলেন ৮ গোল। বাংলাদেশ দলের সাফ জয়ের পিছনে ছিল তার অন্যতম অবদান।
বাংলাপেইজ/এএসএম