এই বছরের আগস্ট পর্যন্ত ব্যাংক খাত থেকে ঋণ না নিয়ে পরিশোধ করছিল সরকার। তবে গতমাসে দেখা উল্টো চিত্র। হঠাৎ করে বেশি বেশি ঋণ নেওয়া শুরু করেছে সরকার। ফলে গত এক মাসে ব্যাংকিং খাত থেকে ১৫ হাজার নিয়েছে সরকার।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যয় সংকোচন নীতির কারণে অর্থবছরের শুরুর দিকে সরকারের অর্থের চাহিদা কম ছিল।
এখন কিছু প্রকল্প চালু হয়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে।
ফলে সরকারের খাদ্য ও জ্বালানি আমদানিতে আগের চেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে। যে হারে খরচ বেড়েছে সেই হারে আয় না বাড়ায় ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে।
বাংলাপেইজ/এএসএম