এল ক্লাসিকো মানে বার্সা এবং রিয়ালের লড়াই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়া এই খেলার প্রতি সবার নজর ছিল। রোববার রাতে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিগের প্রথম এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি দখল করল নিলো কার্লো আনচেলত্তির দল।
রিয়ালের পয়েন্ট এখন ২৫, বার্সার ২২।
ম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। জায়গা করে ভিনিসিয়াস জুনিয়র শট নিয়েছিলেন, বার্সা গোলরক্ষক স্টার স্টেগান সেটি প্রথম দফায় ঠেকিয়ে দেন। কিন্তু বেনজেমা দৌড়ে এসে ১৫ গজ দূর থেকে বল জড়িয়ে দেন জালে (১-০)।
খেলার ৩৫ মিনিটে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে (২-০)। দ্বিতীয়ার্ধে খেলার ৫২ মিনিটে আরও একবার বার্সার জালে বল পাঠান লুকা মদ্রিচ। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ৮৩ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান ফেরান তোরেস (২-১)।
যোগ করা সময়ের প্রথম মিনিটেই ব্যবধান ৩-১ করে রিয়াল। গোল করেন রদ্রিগো। এই গোলটি আসে বার্সার এরিক গার্সিয়ার ভুলে পেনাল্টি পায় স্বাগতিকরা।
বাংলাপেইজ/এএসএম