Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeফিচারবান্দরবানের দুই উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানের দুই উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য বান্দরবানের আরো দুই উপজেলায় নিষিদ্ধ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। উপজেলাগুলো হলো-আলীকদম ও থানচি। ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই সাত দিনের জন্য উপজেলা নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক।

রোববার (২৩ অক্টোবর) এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করত বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এতদ্বারা নিষিদ্ধ করা হলো।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments