Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশকোনো সাংবাদিক সোর্স প্রকাশে বাধ্য নয়: হাইকোর্টের রায়

কোনো সাংবাদিক সোর্স প্রকাশে বাধ্য নয়: হাইকোর্টের রায়

কোনো সাংবাদিক তার প্রতিবেদনের সোর্স প্রকাশ করতে বাধ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৩ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ৫১ পাতার পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান ও ব্যক্তির দুর্নীতি গুরুত্ব সহকারে প্রচার করা সংবাদ মাধ্যমের দায়িত্ব। তবে এ দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই হলুদ সাংবাদিকতা সমর্থনযোগ্য নয়। এটাকে সব সময় নিরুৎসাহিত করতে হবে।

রায়ে বলা হয়েছে, দুর্নীতি এখন একটি বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে। অনিয়ম, অর্থপাচারসহ নানা দুর্নীতির বিরুদ্ধে জনস্বার্থে প্রকাশ করতে পারে গণমাধ্যম। দুর্নীতির মত গুরুতর বিষয় প্রকাশ করতে গিয়ে নানা তথ্য সূত্র ব্যবহার করে থাকে। এই তথ্য সূত্র কে বা কারা সেটা প্রকাশ করতে সাংবাদিকরা বাধ্য নয়। আইন তাদেরকে এ সুরক্ষা দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments