বিশ্বনাথ প্রতিনিধি:: উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেয়ে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকায় শোকরানা শোভাযাত্রা করেছেন আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য প্রথম বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আঞ্জুমানে আল-ইসলাহ সমর্থিত (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ফয়জুল ইসলাম তালুকদার। গতকাল রোববার বিকেলে পৌর শহরে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোকরানা শোভাযাত্রার পূর্বে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ফয়জুল ইসলাম তালুকদার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আক্তার আলীর সভাপতিত্বে ও উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন লতিফির পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আল-ইসলাহ’র সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আকমল হোসেন শাকুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আঙ্গুর, অর্থ সম্পাদক শেখ সাহিদুর রহমান, পৌর আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মুবিন, সাধারণ সম্পাদক শেখ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, আল-ইসলাহ নেতা মাওলানা সাদিকুর রহমান, নূরুল ওয়াহিদ, মাওলানা আব্দুল মুক্তাদির ফয়ছল, মাওলানা আবুল কাশেম, হোসাইন আহমদ রাজন, হাফিজুর রহমান শিপন প্রমুখ।
প্রসংগত, হলফনামায় স্বাক্ষর না করায় যাচাই-বাচাইয়ে ফয়জুল ইসলাম তালুকদারের প্রার্থীতা বাতিল করেন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। এরপর জেলা আপিল বিভাগেও প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হলে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হন ফয়জুল ইসলাম তালুকদার। অবশেষে রোববার (২৩ অক্টোবর) উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছেন, এমনটাই জানান ফয়জুল ইসলাম তালুকদার। তিনি আশাবাদী আগামী কাল সোমবার (২৪ অক্টোবর) তিনি প্রতীক বরাদ্দ পাবেন।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, প্রার্থী আমাদেরকে জানিয়েছেন তার পক্ষে আদালত রায় দিয়েছেন। তবে, আদালত থেকে এখনও আমরা কোন আদেশ পাইনি। আদেশ পেলে পরবর্তী