১ নভেম্বর থেকে রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করা হয়েছে। ব্যাংকগুলোর আমদানি, রপ্তানি ও প্রবাসী আয় বা রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের সর্বোচ্চ এই দাম নিধারর্ণ করা হয়েছে। আর বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি বিল নগদায়নে দর ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৯৯ টাকা ৫০ পয়সা।
সোমবার (২৪ অক্টোবর) থেকে রপ্তানি বিল নগদায়নের নতুন দর কার্যকর করা হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ১ নভেম্বর থেকে ব্যাংকগুলো প্রবাসী আয়সহ বিভিন্ন আয় আনতে প্রতি ডলারের জন্য সর্বোচ্চ দাম দিতে পারবে ১০৭ টাকা।
যা এর আগে ২৬ সেপ্টেম্বর এক সভায় ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। আর রপ্তানি আয় নগদায়ন করতে হবে সর্বোচ্চ ৯৯ টাকা ৫০ পয়সা দামে। যা আগে ছিল ৯৯ টাকা। রপ্তানির ক্ষেত্রে নতুন এ দর কার্যকর হবে সোমবার।
বাংলাপেইজ/এএসএম