Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশআওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা এখন রাস্তায় নেমে বলছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ এত ঠুনকো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো। ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

রবিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের ইতিহাস আমরা জানি। তারা বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, গ্রেনেড হামলার সৃষ্টি করেছিল। রাজাকার আল বদরকে এমপি-মন্ত্রী বানিয়েছে। আমরা সেই অন্ধকার জগতে আর যেতে চাই না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা অওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ৩ বছরের জন্য ধানকোড়া ইউনিয়নে মোঃ আব্দুল হককে সভাপতি ও সাধারণ সম্পাদক কাসেম মন্ডলের নাম ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments