Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারে সরকারি কর্মীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারে সরকারি কর্মীদের ছুটি বাতিল

বঙ্গোপসাগড়ে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ দ্রুত ধেয়ে আসছে চট্টগ্রামের দিকে। কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

ইতোমধ্যে সমুদ্র বন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিতেই সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

এ নির্দেশের বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে পাঁচ লক্ষাধিক লোকের ধারণক্ষমতা রয়েছে। ৮৫টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক মোবাইল টিম আগে থেকেই প্রস্তুত। পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার মজুদ রাখা হয়েছে।’

ঝুঁকিপূর্ণ মুহূর্তে উপকূলের লোকজনকে সরিয়ে আনতে পর্যাপ্ত ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments