সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নড়াইলের। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদিন ভারি বর্ষণ ও তীব্র বাতাসে সড়কের ওপর শতবর্ষী বটগাছ পড়ে এই সমস্যা সৃষ্টি হয়।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে কালনা- নড়াইল মহাসড়কের নড়াইল সদরের মাদরাসা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাতাসের গতি অনেক বেশি ছিল। হঠাৎ করে মড়মড় শব্দে বটগাছটা রাস্তার ওপর উপড়ে পড়ে। তবে রাস্তা ফাঁকা থাকায় কোনো ধরনের ক্ষতি হয়নি।
এতে করে মাদরাসা বাজারের পূর্ব পাশে কালনা অংশে ৩ কিলোমিটার ও মাদরাসা বাজারের পশ্চিম অংশে আড়াই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে বিভিন্ন ধরনের প্রায় সাড়ে তিনশত যানবাহন।
বেনাপোল বন্দর, ঝিনাইদহ, যশোর, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৈরি আবহাওয়ার মধ্যে আটকে পড়া যানবাহনের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসাধারণসহ পণ্যবাহী ট্রাক চালকরা।
বাংলাপেইজ/এএসএম