বাজারে চিনির সংকট ও ঊর্ধ্বমূল্যের কারণে সৃষ্ট অস্থিরতার সমধান বের করেছে সরকার । নির্ধারিত দামে প্যাকেটজাত চিনি বিক্রির ঘোষণা দিয়েছে সরকার। সরকারকে এই বিষয়ে সহযোগিতা করবে দেশের অন্যতম চিনি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান সিটি ও দেশবন্ধু গ্রুপ।
কোম্পানি দুটির বরাত দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে ৯৫ টাকায় চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এ দুই কোম্পানি। সরকার প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা আর প্যাকেটজাত চিনির কেজি ৯৫ টাকা নির্ধারণ করেছে।
অঅজ বুধবার (২৬ অক্টোবর) থেকে রাজধানীর ছয়টি স্পটে সরকারি দামে চিনি বিক্রি করবে দেশবন্ধু গ্রুপ। তবে সিটি গ্রুপ স্পট না জানালেও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারাও চিনি বিক্রি করবে।
অঅজ সকাল থেকে দেশবন্ধু গ্রুপ মতিঝিল, সচিবালয়, প্রেস ক্লাব, জিরো পয়েন্ট, নিউমার্কেট ও কারওয়ান বাজার এলাকায় নির্ধারিত দামে (প্রতি কেজি ৯৫ টাকা) চিনি বিক্রি করবে।
বাংলাপেইজ/এএসএম