প্রায় একশ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারের কাজ চলছে। তবে এই সংস্কারের কাজ শেষ হতে আরও এক বছর লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অগামী বছরের শুরুতেই অথ্যাৎ জানুয়ারীর মধ্যে মাঠ চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । এইজন্য জাতীয় ক্রীড়া পরিষদকে মাঠের কাজ দ্রুত শেষ করার তাগাদা দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে কর্মকর্তারা সরেজমিনে স্টেডিয়ামের মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সেখানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ করতে আরো সময় লাগবে। বছরখানেক লেগে যেতে পারে। ঘরোয়া অনেক খেলাধুলা চলছে। সেগুলো আয়োজন করতে গিয়ে আমরা সমস্যায় পড়ছি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করেছি আগামী দুই থেকে তিন মাসের কাজ শেষ করা হয়।’
পাশাপাশি মাঠ এবং মাঠের সঙ্গে খেলোয়াড়দের সাজঘর ও মিডিয়া সেন্টার যেন দ্রুত তৈরি করে দেওয়া হয় আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক আরও বলেন‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের অংশ হিসেবে আমাদের প্রধান যে অংশ মাঠ সেটা আজ ( মঙ্গলবার ) সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আমাদের মাঠ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বলেছি মাঠ এবং মাঠের সঙ্গে খেলোয়াড়দের সাজঘর ও মিডিয়া সেন্টার যেন দ্রুত তৈরি করে দেওয়া হয়।’
বাংলাপেইজ/এএসএম