Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবরিশালে ৮ কোটি ১৯ লাখ টাকারে মৎস্য সম্পদের ক্ষতি

বরিশালে ৮ কোটি ১৯ লাখ টাকারে মৎস্য সম্পদের ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বরিশাল জেলায় ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতি হয়েছে মৎস্য সম্পদ। যার পরিমাণ প্রায় ৮ কোটি ১৯ লাখ টাকার মতো। আর আংশিক ও পুরোপুরি মিলিয়ে মোট ৩১৪১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টায় সংশ্লিষ্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও কৃষিখাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরিমাপ করা হচ্ছে।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার গণমাধ্যমে বলেন, জেলার মধ্যে সবচেয়ে বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হিজলা উপজেলায়। ওই উপজেলায় ২২০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া আগৈলঝাড়ায় ৩৫‌, গৌরনদী‌তে ১১৫, উজিরপু‌রে ১৫০, বানারীপাড়ায় ১০০, বাবুগ‌ঞ্জে ১০৫, মুলাদী‌তে ৬০, মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ১৩২, ব‌রিশাল সদর ও মহানগ‌রে ৬০ এবং বা‌কেরগ‌ঞ্জে ১৮১‌টি ঘরবা‌ড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫০৮‌টি আং‌শিক ও ৬৩৩‌টি ঘরবা‌ড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হ‌য়ে‌ছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments