টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মার্কাস স্টয়নিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে জয় পেল অস্ট্রেলিয়া।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে লঙ্কানরা।
অস্ট্রেলিয়ার পক্ষে বোলিংয়ে একটি করে উইকেট নেন হ্যাজেলউড, কামিন্স, ম্যাক্সওয়েল, স্টার্ক ও অ্যাস্টন আগার।
১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নার করেন ১১ রান, ৪২ বলে ৩১ রান করেন অধিনায়ক ফিঞ্চ, মিসেল মার্শ করেন ১৭ রান, গ্ল্যান ম্যাক্সওয়েল প্রথম ছয় বল খেলেই করেন ২২ রান, ১২ বলে ২৩ রান করেন ফেরেন ম্যাক্সওয়েল। এরপর ক্রিজে আসেন মার্কাস স্টয়নিস। তিনি রীতিমত শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন। ১৮ বলে ৬টি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৫৯ রান করে ২১ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে স্টয়নিসের হাতেই ম্যাচসেরার পুরস্কার তুলে দেওয়া হয়।