দেশের উত্তরের জেলা দিনাজপুরে একটু আগেভোগে শীত নামছে শুরু করছে। যার কারণে কুয়াশা পড়ছে শুরু করছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল থেকেই পুরো হিলি কুয়াশায় ঢাকা পড়ে। বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। দুপুর ১২টার পর রোদের দেখা মিললেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করেছে যানবাহন।
রাস্তায় থাকা পথচারী তোফাজ্জল হোসেন বলেন, সকালে নাতিকে স্কুলে পৌঁছে দিতে বের হয়ে দেখি প্রচণ্ড কুয়াশা ঝরছে। কিছুদিন ধরেই হিলিতে কুয়াশা পড়ছিল, কিন্তু এমন কুয়াশা এই বছরের মধ্যে সবচেয়ে বেশি। কুয়াশার কারণে দিনের বেলাতেও মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে চালাতে হয়েছে। এছাড়া কয়েকদিন আগে সকালে ও সন্ধ্যার পর কিছুটা শীত অনুভূত হলেও আজ বেশ শীত অনুভূত হচ্ছে।
বাংলাপেইজ/এএসএম