জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এ ক্ষোভ প্রকাশ করেন।
রওশন বলেন, সংসদের ধারা মোতাবেক কাউকে কোনো পদ থেকে অব্যাহতি দেওয়া হলে সেই সিদ্ধান্ত প্রকাশ করার ক্ষমতা রাখেন একমাত্র স্পিকার। যা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। পার্টির পার্লামেন্টারি দল বা নেতা বা উপনেতাও এধরনের সিদ্ধান্তের কথা প্রকাশ করতে পারেন না অথবা দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয় না।
দলীয় চেয়ারম্যানের প্যাডে লিখিত চিঠিতে সংসদের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানোর ঘটনা তার (জিএম কাদের) অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন রওশন ।
এ সময় রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে বহাল থাকবেন বলেও দাবি করেন তিনি।
এর আগে, জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসঙ্গে গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদেরের নির্দেশে রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।