খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ বিএনপির বিভিন্ন দাবিতে আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়া গণসমাবেশে উপস্থিত হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার রাতে থেকেই চিড়া-মুড়ি-কম্বল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেছেন।
এদিকে, বিএনপি’র বিভাগীয় সমাবেশের দুই দিন আগে রংপুরে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি। শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। যদিও ধর্মঘটের কারণ হিসেবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবির কথা উল্লেখ করা হয়েছে।
জানা যায়, ধর্মঘটের কথা ভেবে আগেভাগেই রংপুর আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।অবস্থান নিয়েছেন সমাবেশস্থলে।
আশেপাশের কয়েকটি জেলা ও উপজেলা থেকে আসা দলের কর্মীরা জানান, আগের সমাবেশগুলোকে বাধাগ্রস্ত করতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল এবারও এমনটি হতে পারে ভেবে আগেভাগেই আমরা চলে এসেছি।অনেককেই সঙ্গে করে চিড়া-মুড়ি-গুড়-কম্বল নিয়ে আসতে দেখা গেছে।তারা বলছেন সরকারের কোন বাধায় সমাবেশকে বানচাল করতে পারবে না।