টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে এসে আবারও পুনারাবৃত্তি। যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে তারা। তবে সিডনির সেই ভুল ভ্রান্তি ঠিক করে ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল, এমনটাই জানালেন ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
সিডনি থেকে ব্রিসবেনে পৌঁছে শুক্রবার গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির শীর্ষ এই কর্তা। সেখানে কথা বলার এক পর্যায়ে তিনি জানালেন পরবর্তী তিন ম্যাচেই খুব সিরিয়াস বাংলাদেশ। জালাল বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে। আগামী তিনটা ম্যাচেই আমরা খুব সিরিয়াস। আশা করি জিম্বাবুয়ের সঙ্গে ভুলভ্রান্তি ঠিক করে মাঠে নামব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়ে জালাল জানালেন, রানটা অন্তত ১৭০+ হওয়া উচিৎ ছিল বাংলাদেশের। কিন্তু সেটা হয়নি কারণ মাঝখানে আবার সেই আগের মতো তিন চারটা উইকেট পড়ে গেছে।
বাংলাপেইজ/এএসএম