এ বছরের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪২ শতাংশ। জুনে ৭ দশমিক ৫৬ এবং জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয় প্রতি মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। বিবিএসের তথ্য অনুযায়ী, তবে জুলাইয়ের পর গত দুই মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি বিবিএস ও পরিকল্পনা মন্ত্রণালয়।
মূল্যস্ফীতি নিয়ে সরকারের লুকোচুরির মধ্যে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জানিয়েছে, দেশে চলতি (অক্টোবর) মাসে মূল্যস্ফীতি ১১ শতাংশেরও বেশি।
সংগঠনের তথ্য ও গবেষণা পরিষদ গত দুই মাসে একটি জরিপ চালিয়েছে। এতে ১০০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দোকানির সঙ্গে কথা বলে ডাটা তৈরির মাধ্যমে মূল্যস্ফীতি বাড়ার এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে দারুস-সালাম আর্কেডে সবুজ আন্দোলনের উদ্যোগে ‘মূল্যস্ফীতি বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।
বাংলাপেইজ/এএসএম