নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা উল্লেখ করেছে তারা। মেখাসে ঠাঁই পেয়েছে ১৩টি জেলার নাম।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে ফলাফলের প্রতিবেদন খসড়া আকারে পাঠালে তা যাচাই বাছাই করে বিজি প্রেসে (সরকারি মুদ্রণালয়) পাঠানো হচ্ছে। ১৩টি জেলা থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।
যেসব জেলা পরিষদ নির্বাচনে গেজেট প্রকাশ করা হয়েছে সেগুলো হলো, ফেনী, পটুয়াখালী, চট্টগ্রাম, সুনামগঞ্জ, বরগুনা, কুমিল্লা, পঞ্চগড়, কক্সবাজার, চাঁদপুর, দিনাজপুর, টাঙ্গাইল, গাইবান্ধা ও রংপুর।
গত ১৭ অক্টোবর দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও দুটি জেলা পরিষদে আইনি জটিলতা ও দুটি জেলা পরিষদের সকল পদে প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৫৭ জেলা পরিষদে।
নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাপেইজ/এএসএম