বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্য রপ্তানির বিষয়ে চুক্তির বিষয়ে সরে এসেছে রাশিয়া। ফলে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য চুক্তি স্থগিত করেছে তারা। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার অভিযোগে ওই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে মস্কো।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগে খাদ্যশস্য চুক্তি থেকে মস্কোর বেরিয়ে যাওয়ার এই ঘোষণা বৈশ্বিক খাদ্য সঙ্কট প্রশমনের প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা তৈরি করবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার ভোররাতে ইউক্রেন ১৬টি ড্রোন দিয়ে ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলা চালিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর বিশেষজ্ঞরা এই সন্ত্রাসী হামলা চালাতে সহায়তা করেছে।
রাশিয়া বলেছে, কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনের শস্য করিডোর নিশ্চিত করার কাজে নিয়োজিত জাহাজগুলোর একটির সামান্য ক্ষতি হয়েছে। তবে রুশ সৈন্যরা ইউক্রেনীয় এই ড্রোন হামলা প্রতিহত করেছে।
বাংলাপেইজ/এএসএম