হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে একমি চট্টগ্রাম। ভারতীয় খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকির হ্যাটট্রিকে এই জয় পায় বন্দরনগনরির দলটি। শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মাকে ৭-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম । দলের পক্ষে অন্য চারটি গোল করেন তাসিন হোসেন, রাজিব দাস, সিটুল ও মেহেদী হাসান। পদ্মার হয়ে ব্যবধান কমান কিং চিংলেসানা।
ওই দিন খেলার ১৫ শুরু সেকেন্ডে প্রথম গোল করে দেবিন্দার বাল্মিকি (১-০)। খেলার ২২ ও ২৫ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছেন এই ভারতীয়। প্রথম ম্যাচে ওয়ালটন ঢাকার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে দুটি গোল ছিল দেবিন্দারের। ফলে টানা দুই ম্যাচ তার গোল সংখ্যা ৫ টি।
খেলার ৩৩ মিনিটে মোনার্ক পদ্মা হয়ে ব্যবধান কমান কিং চিংলেসানা (৩-১)। গোল করে ব্যবধান কমিয়ে পরে আরো চারটি খেয়েছে পদ্মা। তাসিন ও রাজিব দাসের গোলে একমি চট্টগ্রাম ৫-১ ব্যবধানে এগিয়ে ম্যাচটি নিজেদের করে নিয়েছে। এরপর সিটুলের এবং মেহেদী হাসানের গোলে একমি চট্টগামের স্কোরলাইন হয় (৭-১)। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।
টানা দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টেবিলের তলানীতে মোনার্ক পদ্মা।
বাংলাপেইজ/এএসএম