বাংলাদেশের নাটকীয়তায় জয়ে অনেকেরই শ্বাসরুদ্ধকর অবস্থা হয়েছিল। সেই তালিকায় খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে ব্রিসবেনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাপন জানালেনআরেকটু হলে আমি জ্ঞানই হারিয়ে ফেলতাম।
পাপন বলেন, ‘যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব- এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।’
বিসিবি সভাপতি জানান জিতলেও তার মন খারাপ। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে আরও বেশি ব্যবধানে জেতা উচিত ছিল বলে মনে করেন তিনি, ‘আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না। আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যেকোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিতত। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’
বাংলাপেইজ/এএসএম