Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকসংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ অক্টোবর ২০২২

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ অক্টোবর ২০২২

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে পাঠকদের জন্য-

হ্যালোইন উৎসবে নিহত বেড়ে ১৫৩,

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়েছে। সেখানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। এ ঘটনায় আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গভীরভাব মর্মাহত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা হামলা, নিহত ১০০
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতে আঞ্চলিক বৈষম্য রূপ নিতে পারে রাজনৈতিক সংকটে: দ্য ইকোনমিস্ট
ভারতের উত্তরে অবস্থিত বিহারের নাগরিকরা নানা ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অনেক ভারতীয়রাই মনে করেন এটা হচ্ছে বৈষম্য ও আইনহীনতার ভূমি। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গোয়া ও বিহারের মধ্যে বিস্তর ব্যবধান। দক্ষিণাঞ্চলের ইউরোপ ও সাব-সাহারান আফ্রিকার মধ্যে যেমন পার্থক্য ভারতের রাজ্য দুইটির মধ্যেও তেমন পার্থক্য।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার রপ্তানি চুক্তি স্থগিত
ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ফের চালু করেছিল রাশিয়া ও ইউক্রেন। গত ২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় সই হয় বহুল প্রত্যাশিত সেই চুক্তি। শনিবার (২৯ অক্টোবর) এ চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে ইলনের কাছে ধরনা দিচ্ছেন বিশ্বনেতারা
টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থায়ী ও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন অনুরোধের জোয়ারে ভেসে যাচ্ছেন ইলন মাস্ক। এসব অনুরোধকারীদের মধ্যে আছেন নামকরা সব বিশ্বনেতারাও। এছাড়া ইলনকে আরটি ও স্পুটনিকের নিষিদ্ধ অ্যাকাউন্টগুলো পুনরায় সচল এবং তার নিজের অ্যাকাউন্ট থেকে ছায়া নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করেছেন ‘আরটি’র প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান।

ক্ষমতা ছাড়লেন লেবাননের প্রেসিডেন্ট
ক্ষমতা ছাড়ললেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। রোববার (৩০ অক্টোবর) মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই তিনি প্রেসিডেন্টের কার্যালয় ত্যাগ করেন।

নারীদের সুরক্ষায় চীনে নতুন আইন
লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি থেকে নারীদের অধিকতর সুরক্ষা দিতে আইন পাস করেছে চীন। এর আগে ব্যাপক যাচাই-বাছাই করে আইনটি শীর্ষ আইনসভায় উপস্থাপন করা হয়। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনে নারীদের সুরক্ষায় আইনে পরিবর্তন আনা হলো।

সৌদিকে সঙ্গে আলোচনায় বাইডেন প্রশাসন

সৌদি আরবকে সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন । সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ওপেক প্লাসের পক্ষ থেকে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপটে বাইডেন প্রশাসন ক্ষুব্ধ হয়। ওপেক প্লাসের নেতৃত্ব কার্যত সৌদি আরবের হাতে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments