দেশের বাজারে আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়ানোর প্রস্তাব পদিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডলারের দাম বৃদ্ধি ও গ্যাস সংকটের কারণে সয়াবিন তেল কিনতে বেশি খরচ পড়ে যাচ্ছে। তাই দাম বাড়ানোর বিষয়ে আমরা একটা প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছি। এখন তারা সেটা বিবেচনা করবেন। আমরা লিটারে ১৫ বাড়ানোর প্রস্তাব দিয়েছি।’
এর আগে দুপুরে সচিবালয়ে শিগগিরই সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এখনই বলেছি, খুব শিগগিরই পুরো বিষয়টি পর্যালোচনা করে আমাদের ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম নির্ধারণ করবে।
বাংলাপেইজ/এএসএম