বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত।
ভারতের দেয়া ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
রোববার (৬ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। দলের হয়ে ২৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এছাড়া ৩৫ বলে ৫১ রান করেন ওপেনার লোকেশ রাহুল।
জিম্বাবুয়ের বোলার শন উইলিয়ামস নেন ২টি উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে ৩৬ রানের মধ্যেই ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজা ও রায়ান বার্ল ৩৫ বলে ৬০ রানের জুটি গড়েন।
রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২২ বলে ৩৫ রান করেন রায়ান। ১৭তম ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফেরেন সিকান্দার রাজা। তার আগে ২৪ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে করেন ৩৪ রান। রাজার বিদায়ের পর মাত্র ৪ বল খেলতে পারে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১১৫ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।