ফের লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। যে ওয়াজিরাবাদ শহরে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখান থেকেই এই ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার লাহোরের শওকত খানম হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি— ওয়াজিরাবাদের যে স্থানে আমিসহ দলের ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন, সেখান থেকেই আগামী মঙ্গলবার থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু হবে।’
তবে এবার লংমার্চের রুটে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে আভাস পাওয়া গেল ইমরান খানের বক্তব্যে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওয়াজিরাবাদ শহর থেকে রাওয়ালপিন্ডি শহর হয়ে রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে পিটিআইয়ের লংমার্চ।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমি এখান (লাহোর) থেকে দলের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখব। আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে নেতা-কর্মীরা রাওয়ালপিন্ডি পৌঁছাবেন। আমি সেখান থেকে তাদের সঙ্গে যোগ দেব।’
সূত্র : ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বাংলাপেইজ/ এএসএম