পাকিস্তানের ভাগ্যের পরশ পেয়ে তাদের সামনে খুলে যায় সেমিফাইনালের দরজা। তবে পাকিস্তান অধিনায়ক মনে করেন, যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছেতেই। তিনি জানান, যেহেতু সৃষ্টিকর্তায় অগাধ বিশ্বাস আছে। তাই তারা মনে করছেন, আল্লাহর ইচ্ছেতেই ফাইনালে এসেছেন, আল্লাহ চাইলে জিতবেনও।
বাবর এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আল্লাহকে বিশ্বাস করি। যা কিছু ঘটে, আল্লাহর ইচ্ছেতেই ঘটে। আল্লাহ আমাদের সুযোগ দেন, আমাদের সেটা কাজে লাগাতে হয়। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। ফলাফল আল্লাহর হাতে।’
বাবর যোগ করেন, ‘আল্লাহর দেওয়া সুযোগটা আমরা লুফে নিয়েছি। ভালো ক্রিকেট খেলে সুযোগ যথাযথ কাজে লাগিয়েছি। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তার বদান্যতায় আমরা ফাইনালে উঠেছি এবং আশা করছি, ইনশাআল্লাহ তিনিই আমাদের ফাইনালে জেতাবেন।’
প্রতিপক্ষকে নিয়ে বাবর বলেন, ‘ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। ভারতের বিপক্ষে তাদের (১০ উইকেটের) জয় সেটা প্রমাণ করে। তবে আমরা নিজেদের পরিকল্পনামতো খেলব এবং ফাইনাল জিততে আমাদের পেস শক্তিকে কাজে লাগাব।’
নিজেদের পারফরম্যান্সের কারণে আত্মবিশ্বাসও অনেক উঁচুতে রয়েছে জানিয়ে বাবর বলেন, ‘আমরা প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিলাম। সেখান থেকে শেষ চার ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছি। আমি আসলে যতটা না নার্ভাস, তার চেয়ে বেশি রোমাঞ্চিত। সন্দেহ নেই, চাপ আছে। তবে আত্মবিশ্বাস দিযে এই চাপকে পাশ কাটানো যায়। ভালো ফলের জন্য সেটা করতেই হবে।’
বাংলাপেইজ/এএসএম