Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশধানখেত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ

ধানখেত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ

ফেনীর পরশুরাম উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে এক কৃষককে ধানক্ষেত থেকে ধরে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তিন দিন আগে ওই কৃষককে বাংলাদেশ অংশ থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের।

বুধবার (১৬ নভেম্বর) সীমান্তের ওপারে কাঁটাতারের কাছাকাছি এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরিবার ও স্থানীয়রা বলছেন, সেটি ওই কৃষকের। যে কৃষককে বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল তাঁর নাম মেজবাহ উদ্দিন। তিনি পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

মেজবাহ উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার ও স্থানীয়দের অভিযোগ, বিএসএফ বাংলাদেশে ঢুকে অন্যায়ভাবে মেজবাহকে ধরে নিয়ে গেছে এবং পরে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে উপজেলার বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে নিজের জমিতে ধান কাটছিলেন কৃষক মেজবাহ উদ্দিন। বিএসএফ-এর একটি দল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়ে। তারা চোরাকারবারিদের না পেয়ে কৃষক মেজবাহ উদ্দিনকে ধরে নিয়ে যায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments