প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ধর্ম ও নিরাপত্তার অধিকার সব মানুষেরই সমান। আইনের বিচারে সব ধর্মিই সমান মর্যাদা সম্পন্ন। ধর্ম অবমাননা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে আয়োজিত বিজয়া পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ধর্ম মানুষের দৈনন্দিন জীবনে পথ দেখাতে সাহায্য করে। এটি আধ্যাতিকতার পরিপূর্ণতাও দান করে। সংবিধান অনুসারে এ দেশের সব মানুষের ধর্ম ও নিরাপত্তার অধিকার সমান।
বাংলাপেইজ/আইকে