Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাপাঁচ গোলের থ্রিলারে জয় রোনালদোর পর্তুগালের

পাঁচ গোলের থ্রিলারে জয় রোনালদোর পর্তুগালের

দুই অর্ধের চিত্রটা একটু ভিন্ন। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে গোল হয়েছে পাচঁটি। তবে শেষ হাঁসি হেসে পর্তুগাল।

বৃহস্পতিবার স্টেডিয়াম ৯৭৪ ঘানাকে ৩-২ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল আর ঘানা। শুরুর অর্ধটা একরকম ম্যাড়মেড়েই কেটেছে। পর্তুগাল গোলের সুযোগ নষ্ট করেছে দেদারসে।

এই অচলাবস্থাটা ভাঙল গিয়ে ম্যাচের ৬৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন রোনালদো, বনে যান ৫ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। তবে তার এই গোলে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পর্তুগাল। ৭৩ মিনিটে গোলটা করে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আইয়ু।

তবে জবাবটা ৫ মিনিট পরই দেয় পর্তুগাল। মাঝ মাঠ থেকে বেরিয়ে আসা থ্রু বল দারুণভাবে আয়ত্বে নিয়ে গোলটা করেন জাও ফেলিক্স। সেই গোলের ধাক্কাটা সামলে উঠতে না উঠতেই ঘানা পরের গোলটাও হজম করে বসে। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে জড়ান রাফায়েল লেয়াও।

৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েও অবশ্য ঘানা হাল ছাড়েনি। ৮৯ মিনিটে ওসমান বুকারির গোলে ব্যবধান কমায় দলটি। শেষ মুহূর্তে ইনাকি উইলিয়ামসের বুদ্ধিমত্তায় দারুণ এক সুযোগই পেয়ে গিয়েছিল। গোলরক্ষক ডিওগো কস্তা বল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তার পেছনে ঘাপটি মেরে ছিলেন ইনাকি। মাটিতে রাখতেই দারুণ ক্ষিপ্রতায় গিয়ে বলটা কেড়ে নেন। তাই আর গোলটা করা হয়নি। ফলে রোমাঞ্চকর লড়াইয়ে পর্তুগাল শেষ করে ৩-২ গোলে জিতেই।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments